Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক আইজিপি শহিদুলসহ ৩ কর্মকর্তা ট্রাইব্যুনালে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১১:৩০ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৩:০৩

ছবি: সংগৃহীত।

ঢাকা: জঙ্গি নাটক সাজিয়ে রাজধানীর কল্যাণপুরে ৯ জনকে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে করা মামলায় সাবেক আইজিপি একে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক এসপি জসিম উদ্দিন মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ২০১৬ সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে নাটক সাজানো হয়। ওই অভিযানে নয়জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় গত ৬ মার্চ সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সারাবাংলা/এমএইচ/ইআ

আন্তর্জাতক অপরাধ ট্রাইব্যুনাল জঙ্গি সাজিয়ে হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর