Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের আধা কিমি জুড়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১২:১৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৪:০৪

আগুন নিয়ন্ত্রণে পানি ছিটান হচ্ছে।

বাগেরহাট: কলমতেজীর পর এবার সুন্দরবনের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় আগুন লেগে অন্তত আধা কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

রোববার (২৩ মার্চ) থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাগেরহাট ও খুলনা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এখন পানি ছিটানো শুরু হয়েছে।

এর আগে, শনিবার (২২ মার্চ) সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী টহল ফাঁড়ি এলাকায় এই আগুনের সূত্রপাত ঘটে।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, কলমতেজী এলাকার আগুনের তুলনায় এটি আরও তীব্র। আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।

তিনি জানান, আটটি ইউনিটের ৪১ জন সদস্য সকালে আবার কাজ শুরু করেছে। এছাড়াও তাদের সহযোগিতা করছে বন বিভাগ ও স্থানীয় লোকজন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, ‘আমরা যখন কলমতেজী টহল ফাঁড়ির আগুন নেভানোর কাজ করছিলাম, তখন শাপলার বিল এলাকায় নতুন করে আগুনের সূত্রপাত হয়।’

তিনি জানান, ড্রোন ও জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে ফায়ার সার্ভিস কর্মীরা গতকাল সকাল সাড়ে ১১টার দিকে আগুনের উৎস শনাক্ত করেন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

প্রায় আধা কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়েছে সুন্দরবনের তেইশের ছিলার আগুন।

বিভাগীয় বন কর্মকর্তা বলেন, ‘এখানে এসে আমরা কিছু এলাকায় তীব্র আগুন দেখতে পাই। অন্যদিকে কিছু জায়গা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। বনের ভেতরে হালকা বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় গ্রামবাসী ও বন কর্মকর্তাদের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি। এরপর পাইপের সাহায্যে পানি দেওয়া শুরু করেছি।’

বিজ্ঞাপন

তবে কত একর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কলমতেজীর মতো শাপলার বিলের আশপাশেও পানির উৎস তিন কিলোমিটার দূরে।কলমতেজির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও এলাকাটি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলোমতেজী টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস সেটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবুও সতর্কতার জন্য এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসের বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই কীভাবে আগুনের সূত্রপাত হলো বা ঠিক কতটুকু ক্ষতি হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

সুন্দরবনে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর