Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে এলো আরও সাড়ে ১১ হাজার মেট্রিক টন চাল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১২:৩৭ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৪:১৫

চাল নিয়ে এমভি DDS MARINA জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

ঢাকা: ভারত থেকে আরও সাড়ে ১১ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় প্যাকেজ-২ এর আওতায় এই চাল এলো।

সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানিয়েছে।

তথ্যে জানানো হয়, ভারত থেকে ১১ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি DDS MARINA জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট চার লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এরমধ্যে দুই লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/ইআ

চাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর