ঢাকা: রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও এলাকার একটি খালি প্লট থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) পচনশীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে দক্ষিণগাঁও গ্রীন মডেল টাউনের খালি প্লট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সবুজবাগ থানার উপ পরিদর্শক এসআই সুমন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রোববার বেলা ১১টার দিকে দক্ষিনগাঁও গ্রিন মডেল টাউনের ১১ নম্বর রোডের ১১ নম্বর প্লট থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলা লাল গামছা দিয়ে বাঁধা ছিল। এছাড়া শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। মরদেহটি অর্ধ গলিত অবস্থায় পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, দুইদিন আগে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।