Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তার পাশে মিলল শিশু, সুস্থ হতে দরকার উন্নত চিকিৎসা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৪:২৬

এক মাসের মধ্যে মাথার টিউমার অপসারণ করলে সুস্থ হতে পারে শিশুটি।

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীর তীরসংলগ্ন রাস্তার পাশ থেকে তোয়ালে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া একটি শিশু বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুর মাথার পেছনের অংশে একটি টিউমার রয়েছে। পিঠ ও পায়ের গঠন দেখে তাদের ধারণা, বড় হলে সে শারীরিক প্রতিবন্ধী হতে পারে। এ কারণেই হয়তো শিশুটিকে রাস্তায় ফেলে গেছে তার স্বজন।

বিজ্ঞাপন

এর আগে কীর্তনখোলা নদীর তীরসংলগ্ন রাস্তার পাশ থেকে তোয়ালে মোড়ানো শিশুকে পেয়ে শনিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে শেবাচিম হাসপাতালে নেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন। শিশুটি উদ্ধারের সময় সেখানে একটি ঝুড়ি ও দুধ খাওয়ানোর একটি ফিডার পাওয়া যায়।

চিকিৎসকদের বরাত দিয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ জানান, উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটিকে সুস্থ করা সম্ভব বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। এজন্য এক মাসের মধ্যে টিউমারটি অপসারণ করা জরুরি। আপাতত শিশুর দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদফতর নিয়েছে। কিছুটা সুস্থ হওয়ার পর অস্ত্রোপচারের জন্য রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠানো হবে। পূর্ণ সুস্থতা পেলে শিশু সদনে হস্তান্তর করা যাবে।

সাজ্জাদ পারভেজ আরও জানান, সমাজ সেবার তিন থেকে পাঁচ হাজার টাকা সহায়তার বিধান রয়েছে। কিন্তু শিশুটির অস্ত্রোপচারে আরও অর্থ লাগবে। সে অর্থের জোগান কোথা থেকে আসবে তা নিয়ে চিন্তিত তারা।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, স্বজনরাই তাকে সেখানে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

রাস্তায় শিশু উদ্ধার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল(শেবাচিম)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর