Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৪:৩৪ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৬:০৩

বাংলাদেশ জাতীয় পার্টি (বিএনপি)। ছবি: সংগৃহীত

ঢাকা: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (২৪ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ মার্চ সকাল ১১টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা, ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধে শদ্ধা নিবেদন। সেখান থেকে ফিরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের শীর্ষ নেতারা।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

২৬ শে মার্চ স্বাধীনতা দিবস বিএনপি বিএনপির কর্মসূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর