Thursday 27 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামের সংগঠনটি ভুয়া: বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৪:৫৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি: সংগৃহীত

ঢাকা: হঠাৎ গজিয়ে ওঠা ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামের সংগঠনটিও ভুয়া বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামে একটি ভুয়া সংগঠন তৈরি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি আগামীকাল ২৫ মার্চ ঢাকায় একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে। অবৈধ ও ভুয়া সংগঠনটির সকল ধরনের কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। ভুয়া সংগঠনটির সঙ্গে দলের যেসব নেতা-কর্মীর সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ এবং ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামের দুটি সংগঠনকে ভুয়া আখ্যা দিয়ে এদের থেকে সতর্ক থাকার নির্দেশ দেয় বিএনপি।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভুয়া সংগঠন