Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৫:২৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৬:০২

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো: বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সোমবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে নগরীর সিইপিজেড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন জে এম এস গার্মেন্টস নামের ওই প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কের দুপাশে অবস্থান নিয়ে এখনও বিক্ষোভ করছেন।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (২২ মার্চ) দুপুরেও বকেয়া বেতনের দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা। মঙ্গলবার (২৫ মার্চ) বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে পরে তারা সড়ক ছেড়েছিলেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সুলাইমান সারাবাংলাকে জানান, ওই পোশাক কারখানাটি প্রায়ই দুই মাস ধরে বন্ধ আছে। মার্চে মাসে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। কারখানা বন্ধ করার পর ফেব্রুয়ারি ও মার্চের বেতন বৃহস্পতিবার (২০ মার্চ) পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেটা দেওয়া হয়নি। শনিবারও ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। পরে মঙ্গলবার বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে তারা সড়ক ছাড়েন।

পুলিস সুপার মো. সুলাইমান বলেন, ‘শ্রমিকরা আজই তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। আমরা তাদের মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছি, যেহেতু মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন। কিন্তু সেটা তারা মানছেন না। আমরা মালিকপক্ষ ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব তাদের পাওনা পরিশোধ করার জন্য চেষ্টা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

‘তাদেরও বিষয়টি বোঝা দরকার। প্রায় চার ঘণ্টা ধরে রাস্তা তারা অবরোধ করে রেখেছে, যার কারণে ওই রাস্তায় যান চলাচল বন্ধ। আমরা বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।’

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম পোশাক শ্রমিক বকেয়া বেতনের দাবি সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর