Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবুজবাগ এলাকার খালি প্লট থেকে উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৬:০৩ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৭:৩৮

– ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও এলাকার একটি খালি প্লট থেকে উদ্ধারকৃত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম রঞ্জু শেখ (৪৫)। ব্যাটারিচালিত রিকশা চালক ছিলেন তিনি।

সোমবার (২৪মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রঞ্জু শেখের স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।

এ সময় নিহতের চাচাতো ভাই মো. রনি শেখ বলেন, তাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নীলকন্ঠপুর গ্রামে। বাবার নাম মৃত হাফিজার শেখ। নিহত রঞ্জু খিলগাঁও মেরাদিয়া কুটুমবাড়ি এলাকায় ভাড়া থাকতো এবং ব্যাটারিচালিত রিকশা চালাইতো। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকে।

তিনি আরো বলেন, গত শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩টার দিকে রঞ্জু রিকশা নিয়ে বাসা থেকে বের হয়। এরপর বাসায় ফেরেনি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। খিলগাঁও থানা সহ বিভিন্ন থানায় যোগাযোগ করি। রোববার (২৩ মার্চ) বিকালে সবুজবাগ থানা পুলিশ একটি মরদেহ উদ্ধার করার কথা জানায়। পরে আজ (সোমবার) ঢাকা মেডিকেল মর্গে এসে রঞ্জুর মরদেহ শনাক্ত করি। তবে তার রিকশাটি পাওয়া যায়নি।

স্বজনরা বলছেন, শুক্রবার রাতে রঞ্জুকে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এর আগে গতকাল (রোববার) বেলা ১১টার দিকে দক্ষিণগাঁও গ্রীন মডেল টাউনের খালি প্লট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রোববার মধ্য রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

সবুজবাগ থানার উপ পরিদর্শক এসআই সুমন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রোববার বেলা ১১ টার দিকে দক্ষিনগাঁও গ্রিন মডেল টাউনের ১১ নম্বর রোডের ১১ নম্বর প্লট থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় লাল গামছা বাধা ছিল। এছাড়া শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। মরদেহটি অর্ধ গলিত অবস্থায় পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুইদিন আগে অজ্ঞাত দুস্কৃতকারীরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷ আসামী ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এসএসআর/আরএস

উদ্ধারকৃত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত