কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগালের ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৪ মার্চ ২০২৫ ১৬:০০
ইউরোপের দেশ পর্তুগালে অবস্থানরত কুমিল্লা উত্তরের আটটি উপজেলা নিয়ে গঠিত ‘কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগালের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) লিসবনের আলামেদায় অবস্থিত দিজাজ রেষ্টুরেন্টের হল রুমে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।
কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগালের সিনিয়র সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি দিদারুল ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টোরের সভাপতি রানা তাসলিম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসিআইপিটির সভাপতি আবূ নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ, পর্তুগাল সাহিত্য সংসদের উপদেষ্টা রনি হোসাইন, রাজিব আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী জহির ক্যাশ এন্ড কারীর স্বত্বাধীকারী জহিরুল ইসলাম, মোরারিয়া বিজনেস ফোরামের আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মাসুম আহমদ ও স্বপ্নীল নিশান।
এ ছাড়াও ইফতারে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগালের, সহ সভাপতি জুবায়ের আহম্মেদ ইমন, জামাল তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শাহাজালাল মাসুদ, মেহেদি হাসান বাবু, আতিকুর রহমান সুমন, সহ- সাংগঠনিক সম্পাদক, জামিল আহম্মেদ, প্রচার সম্পাদক প্রান্ত সাহা। আর্ন্তজাতিক বিষয়ক সম্পদাক সম্পদাক মোহাম্মদ সোহাগ (শাওন) মো: হযরত আলী মোল্লা, কার্যকরী সদস্য নাঈম মুহিত, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, সাদ্দাম হোসেন, মামুন মিয়াসহ অনান্যরা।
সারাবাংলা/ইআ