Thursday 27 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পদ মনে করত আওয়ামী লীগ’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৬:১৩ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৭:৩৭

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা

ঢাকা: লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আওয়ামী লীগ ব্যক্তিগত সম্পদ মনে করত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পদ মনে করত। স্বাধীনতার পর থেকে এরা শুরু করেছে লুটপাট, অপকর্ম। ফলে দুর্বিষহ হয়ে উঠেছিল মানুষের জীবন। স্বাধীন বাংলাদেশকে অপশাসনের কব্জায় নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা জোর করে, রায় দিয়ে, রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। ছাত্ররা প্রকৃত ইতিহাস জেনে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল। দূরে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছেন।’

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘কিছু জিনিসের দাম কমলেও চাল, ডাল ও মুরগির দাম হুহু করে বাড়ছে। এর লাগাম টেনে ধরা দরকার।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘যুগের পর যুগ ছিনতাইকারীরা রাজত্ব করে যাবে কেন? তাহলে পুলিশ প্রশাসন আছে কেন? সঠিক সময়ে সঠিক কাজ করতে না পারলে জনগণ মুখ ফিরিয়ে নেবে।’

রিজভী বলেন, ‘সামাজিক মাধ্যমে প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এটা নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে। পত্রিকার পাতায় দেখলাম, ইফতার পার্টির নাম করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গোপন বৈঠক করেছে। কী উদ্দেশ্যে, কেন করেছে? যাদের হাতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তারাই যদি গোপন বৈঠক করে, তাহলে এটা ভয়াবহ ব্যাপার।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক বেলায়েত আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদ হাসান, মৎসজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

আওয়ামী লীগ তারেক রহমান নির্বাচন বিএনপি রাজনৈতিক দল রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর