Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৬:১৮ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৭:৩৭

ঢাকা: ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে দেশের ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু নতুন কমিটিগুলো অনুমোদন দেন।

নতুন কমিটিগুলোতে সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং গ্রিন ইউনিভার্সিটির কমিটিতে নারীরা শীর্ষ নেতৃত্বে রয়েছেন।

মো. আবু হোরায়রা বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সুসংগঠিত করা হচ্ছে, যাতে আগামী দিনে জাতীয় সংকট মোকাবিলায় সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ও দৃঢ় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে ভূমিকা রেখেছে, তা ভবিষ্যতেও অটুট রাখতে সংগঠনের নতুন নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কমিটিতে শীর্ষ পাঁচ পদে যারা আছেন-

  • নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদল- সভাপতি: শাহারিয়ার হোসেন পলিন, সিনিয়র সহ-সভাপতি: সাবিহা জাকির, সাধারণ সম্পাদক: নাফিস ইমতিয়াজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: এস. এম শিহাব, সাংগঠনিক সম্পাদক: মো. তানভীর আঞ্জুম খান।
  • ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল- সভাপতি: ফাইয়াজ কবির (তাওয়াফ), সিনিয়র সহ-সভাপতি: নাজমুল আলম পলক, সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আলী আরমান লাবীব, সাংগঠনিক সম্পাদক: ওয়াহিদা আক্তার।
  • আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল- সভাপতি: শামসুদ্দোহা শাওন, সিনিয়র সহ-সভাপতি: মো. ফয়সাল ইসলাম, সাধারণ সম্পাদক: আবির মাহমুদ উৎস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. সানজিদ নেওয়াজ আজান, সাংগঠনিক সম্পাদক: হাসিবুল ইসলাম আকাশ।
  • ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল- সভাপতি: দেওয়ান মো. আলীফ, সিনিয়র সহ-সভাপতি: এরিশা শিবিব, সাধারণ সম্পাদক: মো. লাবিব মুসাব্বির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মুরছালিন মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক: হাসিবুল হাসান সানিয়াদ।
  • ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল- সভাপতি: রাকিবুল হাসান (চাঁদ), সিনিয়র সহ-সভাপতি: ফেরদাউস আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক: ইব্রাহীম খলিল (হৃদয়), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: শ্রী বিপুল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক (স্বাক্ষর-ক্ষমতা প্রাপ্ত): আবদুল্লাহ্ আল মঈন।
  • গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদল- সভাপতি: মোহাম্মদ হানিফ হাসান, সিনিয়র সহ-সভাপতি: ফেরদৌস খান তানিম, সাধারণ সম্পাদক: কাজী মাজিদুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. সাঈম মিয়া, সাংগঠনিক সম্পাদক: সাদিকা হক শুকতারা।
  • স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদল- সভাপতি: মাহামুদুল হাসান নাঈম, সিনিয়র সহ-সভাপতি: তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক: মাহামুদুর রহমান আবীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: বখতিয়ার সানি, সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ মহিব্বুর রহমান (সিফাত)।
  • ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ছাত্রদল- সভাপতি: সায়েম উল হক সিকদার, সিনিয়র সহ-সভাপতি: মো. ইনজাম মাহমুদ, সাধারণ সম্পাদক: আবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মাজহারুল ইসলাম মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক: শেখ মো. মনিরুজ্জামান।
  • ইউনিভার্সিটি অব স্কলার্স ছাত্রদল- সভাপতি: মো. জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি: মো. মেহেদী হাসান বুলবুল, সাধারণ সম্পাদক: গোলাম আজম আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মাঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: আবিদ হাসান শান্ত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনজে

ছাত্রদল নতুন কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর