শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের নির্দেশ
২৪ মার্চ ২০২৫ ১৯:৩২ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ০৪:৫৮
ঢাকা: ২৫ মার্চ গণহত্যা দিবস এবং এর একদিন পর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বরাবরের মতো যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশের সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এই দু’টি দিবস পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর। সোমবার (২৪ মার্চ) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ সুবিধাজনক সময়েও এই কর্মসূচি পালন করতে পারবে।
অন্যদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠান করতে হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে রচনা ও আবৃত্তি হবে। জাতীয় কর্মসূচির আলোকে দেশের সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করবে।
অাদেশে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে পালনের ব্যবস্থা নেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদরাসা শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর।
সারাবাংলা/জেআর/পিটিএম
২৫ মার্চ ২৬ মার্চ গণহত্যা নির্দেশ পালন শিক্ষাপ্রতিষ্ঠান স্বাধীনতা দিবস