চট্টগ্রাম ব্যুরো: বিএনপির নেতাকর্মীদের আত্মতুষ্টিতে ভুগতে বারণ করেছেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
রোববার (২৩ মার্চ) বিএনপির সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখার উদ্যেগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, ‘তারেক রহমানের দূরদর্শিতায় জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান সফল হয়েছে। তবে এক্ষুণি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কারণ এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়নি। আমরা এমন কোনো কর্মকাণ্ডে জড়াবো না যাতে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পুরোপুরি বিজয় আসা পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে।’
দুবাই শাখা বিএনপির আহ্বায়ক রফিকুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুল হক মঞ্জু, সদস্য হুমায়ুন কবির সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির সংযুক্ত আরব আমিরাত শাখার আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, সদস্য মাহী আলম, আব্দুল রশীদ, শাহেদ আহমস রাসেল, শাহীনুর শাহীন, জাহাঙ্গীর আলম রুপু, নাছির উদ্দিন চৌধুরী ও এস এম মোদাচ্ছের শাহ।