Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ২২:৪১ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ০৪:১৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী বনানী কড়াইল বস্তিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মনি খাতুন (৫০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে বনানী কড়াইল বস্তি বেলতলা আদর্শনগরে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত মনি বেগমের স্বামী মো. আনিছ মিয়া বলেন, মনি খাতুনের বাড়ি শেরপুর জেলার গাজীরখামার উপজেলায়। তার বাবার নাম মো. শহীদ মিয়া। তারা বনানী কড়াইল বস্তিতে টিনসেড বাসায় থাকেন।

তিনি আরও জানান, ওই বাসার ভাড়াটিয়া সুলতানের কাছে হাওলাতের ৪০ হাজার টাকা পান তারা। বেশ কিছুদিন ধরে টাকা চাইলেও দিচ্ছে না। আজ দুপুরে ভাড়াটিয়া সুলতানের কাছে পাওনা টাকা চাইতে যায় তার স্ত্রী। এ সময় টাকা চাওয়া নিয়ে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধে। একপর্যায়ে ভাড়াটিয়া সুলতান তার স্ত্রীর পেটে লাথি মারে। এ ছাড়া সুলতানের স্ত্রী মমতাজ, দুই সন্তান মুন্নি ও মুন্না তার স্ত্রী মনি খাতুনকে মারধর করে। এতে সে অচেতন হয়ে পরে।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত তাকে প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বনানী এলাকা থেকে ওই গৃহবধূকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার বলেন, ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানতে ঘটনস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভাড়াটিয়া দম্পতিসহ তাদের দুই সন্তান থানায় আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এইচআই

খুন গৃহবধূ হত্যা গৃহবধূকে হত্যার অভিযোগ নিহত পাওনা টাকা বনানী কড়াইল বস্তি হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর