Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি চক্র দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র করছে: আব্দুস সালাম পিন্টু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ২৩:৩৬ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২৩:৩৮

সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু

টাঙ্গাইল: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু বলেছেন, একটি চক্র দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর পৌর সভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বামনহাটা ঈদগাঁ মাঠে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আবদুস সালাম পিন্টু বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলব। আমি আপনাদের দোয়ার বরকতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্মম নির্যাতনে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এ দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দেওয়া যাবে না।

এ সময় ভূঞাপুর পৌর সভা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব আলী খানের সভাপতিত্বে ও কামাল হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখ।

সারাবাংলা/এইচআই

আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল বিএনপি সার্বভৌমত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর