হাতিয়ায় বিএনপি-এনসিপি ধাওয়া-পালটা ধাওয়া, হান্নান মাসউদসহ আহত ১২
২৫ মার্চ ২০২৫ ০৪:০৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১০:৪৯
নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এনসিপির যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ উভয় গ্রুপের অন্তত ১২জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২ টায় এই রিপোট লেখা পর্যন্ত আব্দুল হান্নান মাসউদ আহত অবস্থায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পথসভায় বাধা দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এর আগে সোমবার (২৪ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এঘটনা ঘটে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি ইউছুফ জানান, এদিন রাত ৮ টার দিকে তাদের পূর্বনির্ধারিত পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথা সময়ে আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে পথসভায় বাধা দেয়। এ সময় হান্নানের সঙ্গে থাকা লোকজন তাদেরকেও পাল্টা ধাওয়া দেয়। পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে হান্নান মাসউদের ওপর হামলা করে। এতে আটজন আহত হন। এ ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন।
এদিকে বিষয়টি জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যার আগে উপজেলা কৃষকদলের আহবায়ক অব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে আব্দুল হান্নান মাসউদের পথসভার সামনে পড়ে। এতে উত্তেজেনা সৃষ্টি হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
সারাবাংলা/পিটিএম