কাপড় কাটার কাঁচি দিয়ে পল্লি চিকিৎসককে খুন
২৫ মার্চ ২০২৫ ০৪:২৭ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২০:৩০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করে এক পল্লি চিকিৎসককে খুন করা হয়েছে। তিনি স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক (৫৩) কলাউজান ইউনিয়নের বলিপাড়া এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়রা সজীব বড়ুয়া (৩৫) নামে এক দিনমজুরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার বাড়িও একই এলাকায়।
জানা গেছে, রাতে কানুরাম বাজারে ফার্মেসিতে বসে রোগী দেখছিলেন পল্লি চিকিৎসক নুরুল হক। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে ‘মাদকসেবী’ সজীবের সঙ্গে তার ঝগড়া হয়। সজীব পাশের একটি দর্জির দোকান থেকে কাপড় কাটার কাঁচি নিয়ে নুরুল হকের মুখে উপর্যুপরি আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান সারাবাংলাকে বলেন, ‘দর্জির দোকানের কাঁচি দিয়ে সজীব পল্লি চিকিৎসক নুরুল হককে আঘাত করে। এতে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন সজীবকে আটকে পিটিয়েছে। আমরা লাশ উদ্ধার করে সজীবকে হেফাজতে নিয়ে আসি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সেটা আমরা খতিয়ে দেখছি।’
সারাবাংলা/আরডি/পিটিএম