Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৫ ০৮:৪১ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১০:০৬

স্বজন হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েছেন একজন গাজাবাসী। ছবি: সংগৃহীত

গাজায় মঙ্গলবার (২৫ মার্চ) মধ্যরাত থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত হামলার পর থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

গত তিন দিনের হামলায় কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক হোসাম শাবাতসহ এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬০ জনে।

মঙ্গলবারের হামলায় পূর্ব খান ইউনিসে দুই শিশু, দক্ষিণ খান ইউনিসে দুই ভাই, যার মধ্যে একটি শিশুও রয়েছে এবং খান ইউনিসের হামাদ সিটিতে তাঁবুতে হামলায় পাঁচ সদস্যের একটি পরিবার নিহত হয়েছে।

এছাড়া, গাজার মধ্যাঞ্চলে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। উত্তর বেইত লাহিয়ায় তিন বছরের এক মেয়েসহ তিন জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর আক্রমণ ও হতাহতের পরে অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতা হামদান বল্লালসহ তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

উল্লেখ্য, গাজায় ১৮ মার্চ ইসরায়েল পুনরায় সামরিক অভিযান শুরু করে, যার ফলে প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতির অবসান ঘটে। এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

গাজায় ইসরায়েলের হামলা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর