Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪১তম বিসিএস থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেলেন ১৫২ জন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ০৮:৫৮ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১০:০৮

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১৫১ জনকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৪ মার্চ) এ নিয়োগ আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে গত বছরের ১৫ জানুয়ারি সুপারিশ করা হয়। সুপারিশ করা প্রার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি হিসেবে ২০১৫ সালের গ্রেড অনুযায়ী ১২তম গ্রেডে উপজেলা বা থানাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগ পাওয়া এ সকল শিক্ষক আগামী ১০ এপ্রিলের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করার দিক নির্দেশনাও দেওয়া হয় আদেশে। যোগদান না করলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। প্রার্থীরা সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর যোগদানপত্র দাখিল করবেন। ওই দিন থেকেই তাদের চাকরিতে যোগদানের তারিখ হিসেবে গণ্য হবে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

৪১তম বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষক পদে নিয়োগ