Friday 28 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্দ্বীপের রহমতপুরের তীর রক্ষা বাঁধ দ্রুত শেষ করার তাগিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ০৯:৩৭ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১২:৫৬

রহমতপুর এলাকায় চলমান কাজ পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা।

ঢাকা: সন্দ্বীপের রহমতপুর বেড়ীবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের চলমান তীর রক্ষা বাঁধের কাজ, বাঁধ পুনর্বাসন, রেগুলেটর পুনর্বাসন ও রেগুলেটর নির্মাণ, ভূমি পুনরুদ্ধারের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম জেলার সন্দ্বীপের পানি উন্নয়ন বোর্ডের রহমতপুর বেড়ীবাঁধ এলাকার পোল্ডার নং ৭২ এর সমাপ্ত প্রকল্প এবং রহমতপুর এলাকায় চলমান কাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘তীর রক্ষা বাঁধের জন্য প্রকল্পও আছে, অর্থ বরাদ্দও দেওয়া আছে। সুতরাং বর্ষা আসার আগেই সন্দ্বীপের রহমতপুর বেড়ীবাঁধ এলাকার ১২.৩৪ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে।’

এ নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, ‘তীর রক্ষা বাঁধের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রকার গাফিলতি পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে উপদেষ্টা রিজওয়ানা হাসান সন্দ্বীপের উড়িরচর-সহ নদী ভাংগন কবলিত এলাকায় বৃহৎ পরিসরে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের চীফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার বড়ুয়া,চট্টগ্রাম অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী খ, ম, জুলফিকার তারেক ও নির্বাহী প্রকৌশলী
তানজির সাইফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে উপদেষ্টা রিজওয়ানা হাসান সোমবার সকালে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া(সীতাকুণ্ড)-গুপ্তছড়া (সন্দ্বীপ)নৌপথে ফেরি সার্ভিস ও ফেরীঘাট উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

তিনি তার বক্তৃতায় বলেন, ‘আজকের দিনটি সন্দ্বীপবাসীর জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজকের এই ফেরি চালুকরণের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের আনন্দ দেখে আমাদের আরও বেশি ভালো লাগছে।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সন্দ্বীপবাসী আর যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে থাকবে না, সমগ্র দেশের সঙ্গে সন্দ্বীপও এগিয়ে যাবে।’

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

দ্রুত কাজ শেষ করার তাগিদ পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সন্দ্বীপের রহমতপুর বাঁধ