Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর মহানগরের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১০:১৬ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১১:১২

রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীন।

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) মধ্যরাতে পুলিশ লাইন্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহানগর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি শফিউর রহমান স্বাধীন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

জানা গেছে, স্বাধীন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি থাকাকালীন সময়ে রংপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, টর্চারসেল পরিচালনা, ভর্তি ও চাকরি বাণিজ্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে তার নাম উঠে আসে। চাকরি বাণিজ্যের এই হোতা ছাত্র রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় নিজেও অনিয়ম করে রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে চাকরি নেন।

ওসি আতাউর রহমান বলেন, আসামি শফিউর রহমান স্বাধীনকে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে আদালতে তোলা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

রংপুর মহানগর ছাত্রলীগ সাবেক সভাপতি গ্রেফতার