ঢাকা: ঢাকা জেলার কেরানীগঞ্জে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
সেইসঙ্গে ট্রাইব্যুনাল মরদেহ গুমের ঘটনায় তাদের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে তাদের।
দণ্ডিতরা হলেন, কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া গ্রামের কামির উদ্দিনের ছেলে মো. সজিব, ফরিদপুরের ভাংগা উপজেলার খাঁকান্দা গ্রামের হাসমত আলীর ছেলে মো. রাকিব এবং শরীয়তপুরের পালং মডেল থানার মুসলিম মাতবরের ছেলে শাওন ওরফে ভ্যালকা শাওন।
এদিকে, এ মামলার বাকি ২ জন আসামি আলী আকবর (২২) এবং মো. রিয়াজের (২২) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) সাজার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রয় করে অর্থদণ্ডের টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাকারে জমা দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০২২ সালে ১১ জুন আসামিরা ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার পর কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বামনসুর জামে মসজিদের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় মামলা হলে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন। এছাড়া আসামি শাওন আদালতে দোষ স্বীকার করে দেয়া জবানবন্দিতে তিনিসহ রাকিব, সজিব ও আলী আকবর মিলে ধর্ষণ এবং হত্যার দায় স্বীকার করেন৷
নারীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যায় ৩ যুবকের মৃত্যুদণ্ড
স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১২:৪৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৪:৩৭
২৫ মার্চ ২০২৫ ১২:৪৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৪:৩৭
সারাবাংলা/এনএল/এনজে