Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাইপর্ব
আর্জেন্টিনাকে হারিয়ে সমালোচনার জবাব দিতে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৫ ১৩:০৮

আর্জেন্টিনার বিপক্ষে জয়ের প্রত্যাশা ব্রাজিলের

বিশ্বকাপ বাছাইপর্বের এবারের মৌসুমটা খুব একটা ভালো কাটছে না তাদের। সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল। সুপার ক্লাসিকোর আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলছেন, লিওনেল স্কালোনির দলকে হারিয়েই সব সমালোচনার জবাব দিতে চান তারা।

আর্জেন্টিনার বিপক্ষে সাম্প্রতিক সময়ে ব্রাজিলের রেকর্ড একেবারেই ভালো নয়। সবশেষ ৫ ম্যাচে মাত্র একবার আর্জেন্টিনাকে হারাতে পেরেছেন তারা। সবশেষ জয়টা এসেছিল ২০১৯ সালে। আর্জেন্টিনার মাটিতে ব্রাজিলের রেকর্ডটা আরও হতাশা জাগানিয়া। প্রতিপক্ষের মাঠে সবশেষ জয় এসেছে ১৬ বছর আগে! ২০০৯ সালে শেষবার আর্জেন্টিনাকে তাদের মাটিতেই হারিয়ে এসেছিল ব্রাজিল।

বিজ্ঞাপন

বাছাইপর্বের টানা দুই ম্যাচে ড্র করে খানিকটা চাপে ছিল ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষেও ড্র করার শঙ্কা জেগেছিল। ৯৯তম মিনিটের গোলে ব্রাজিলকে স্বস্তির জয় এনে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এই মুহূর্তে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে সেলেসাওরা।

দরিভাল বলছেন, আর্জেন্টিনাকে যথেষ্ট সম্মান দিয়েই খেলবেন তারা, ‘আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামব। সাম্প্রতিক সময়ে তারা পৃথিবীর সফলতম দল। আমরা সেখানে জয়ের জন্যই মাঠে নামব। আমরা নিজেদের সেরা খেলাটাই খেলব। তাদের মাঠে তাদেরকেই হারাতে চাই।’

আর্জেন্টিনাকে হারিয়ে সব সমালোচনার জবাব দিতে চান দরিভাল, ‘আমরা এন দেশে বাস করি, যারা সমালোচনা করতে ভালোবাসে। এটা দুর্ভাগ্যজনক। আমরা সবাই সমালোচনা করি, কাউকে তার প্রাপ্য সম্মানটা দেই না। আশা করি আমরা জয়ের মাধ্যমেই সব সমালোচনার জবাব দেব।’

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা দরিভাল জুনিয়র বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর