Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় উপজেলা আ. লীগের সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৩:১০ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৩:১১

নওগাঁর বদলগাছী আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু।

নওগাঁ: বিস্ফোরক মামলায় নওগাঁর বদলগাছী আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ছয়টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। ঘটনার পরের দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় উপজেলা তাকে গ্রেফতার করা হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতার আবু খালেদ বুলু বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৫ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ

আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর