Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৩:১৩ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৪:৩৭

বাংলাদেশ পুলিশ

ঢাকা: বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমানের প্রজ্ঞাপন দুটিতে সই করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ডিএমপিতে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে, এপিবিএন সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট এবং খো. ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র‌্যাবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমপি

ডিআইজি পুলিশ বদলি বাংলাদেশ পুলিশে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর