Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোড়াশালে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৩:৪৬

ট্রেনের যাত্রা বিরতি দেওয়ার দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

নরসিংদী: নরসিংদীর ঘোরাশালে কমিউটার ট্রেনসহ আন্তঃনগর ট্রেনে যাত্রা বিরতি দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনে ঘোড়াশাল ও পলাশের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়রা জানান, বাংলাদেশ রেলের যাত্রার শুরু থেকে ঘোড়াশালে দুটি রেল স্টেশন চালু হয়। কিন্তু এই রেল স্টেশনে শুধুমাত্র তিতাস ও কর্ণফুলি ট্রেন দুটি মাত্র ৩০ সেকেন্ড করে যাত্রা বিরতি দিয়ে থাকে। এছাড়া অন্য কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি না থাকায় রেল যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

ঘোড়াশাল ও পলাশ এলাকায় প্রায় ৪৫০ বিভিন্ন কারখানা থাকা সত্ত্বেও এই রেলে যাত্রা বিরতি না থাকায় এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই আগামী ২৬ শে মার্চ থেকে চলাচলকারী নরসিংদী কমিউটার ট্রেনসহ কয়েকটি আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতি দেওয়ার দাবি জানান স্থানীয়রা।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রা বিরতির জন্য নীতিগত সিদ্ধান্ত না হলে পূর্বাঞ্চলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তব্য রাখেন মো. আবু নাঈম, আলআমিন, রফিকুল ইসলাম ও রাতুলসহ অন্যরা।

সারাবাংলা/এনজে

কমিউটার ট্রেন মানববন্ধন যাত্রা বিরতি