খুলনায় জমে উঠেছে ঈদের কেনাকাটা
২৫ মার্চ ২০২৫ ১৪:১৫ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২০:৩০
খুলনা: ঈদুল ফিতরকে কেন্দ্র করে খুলনায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দোকানগুলোতে চলছে বেচাকেনা। শিশু থেকে শুরু করে সব বয়সীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে খুলনা বিপণি বিতান ও মার্কেট এলাকা। ক্রেতাদের উপচে পড়া ভিড় হওয়ায় দম ফেলার ফুসরত নেই বিক্রেতাদের।

ক্রেতারা কেনাকাটা করছে। ছবি: সারাবাংলা
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে খুলনা নগরীর নিউ মার্কেট, শপিং কমপ্লেক্স, জলিল মার্কেট, হকার্স মার্কেট, শিববাড়ী মোড়ের শোরুম, সোনাডাঙ্গার শোরুম, ডাকবাংলা মোড়, রেলওয়ে মার্কেট, পিকচার প্যালেস মোড়, বড় বাজার, মশিউর রহমান মার্কেট, কবি কাজী নজরুল ইসলাম মার্কেট, দরবেশ চেম্বার, নান্নু সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণি বিতানগুলোতে কেনাকাটা করতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। তবে এবার ভারতীয় পণ্য নয়, পাকিস্তানি পণের দিকে ঝুঁকছেন ক্রেতারা।
ঈদ বাজারে এবার নারীদের জন্য নতুনত্ব চকলেট জর্জেট ও সাটন সিল্কের শাড়ি, পাকিস্তানি থ্রি-পিচ এবং পুরুষদের জন্য পাকিস্তানি পাঞ্জাবি, কাবলি, ব্যান্ডের টি-শার্ট চাহিদা বেশি রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ঈদ কেনাকাটায় শুধু কাপড়ের দোকানে নয় ভিড় হচ্ছে জুতা, কসমেটিক্স প্রসাধনীসহ অন্যান্য দোকানগুলোতেও।

দোকানগুলোতে সকার থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভীড়। ছবি: সারাবাংলা
নগরীর হকার্স মার্কেট কেনাকাটা করতে আসা মাহামুদ হোসেন নামে এক ক্রেতা বলেন, ‘পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে এসেছি। দুপুরে এসেছি কেনাকাটা করতে। ফিরতে রাত হবে। পরিবারের জন্য কেনাকাটা করার মজাই আলাদা।’
খুলনার রূপসা উপজেলা থেকে আসা গৃহিণী রাবেয়া খাতুন বলেন, ‘সকালে এসেছি সকলের জন্য ঈদের কেনাকাটা করতে। মার্কেটে এসে দেখি আমার মতো সাধারণ মানুষের অনেক ভিড়। দোকানদাররা জামাকাপড়ের দাম চাচ্ছেন অনেক বেশি।’
নগরীর সম্রাট সু বিক্রয় প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, ঈদের কেনাবেচা জমে উঠেছে। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ক্রেতা সমাগম ঘটছে। ছোট বড় সকলের জন্য বাহরি ডিজাইনের জুতা সেন্ডেল বিক্রি করছি।
হান্নান কসমেটিক্স’র মালিক হান্নান শেখ জানান, ‘প্রতিদিন ক্রেতাদের ভীড় বাড়ছে। তরুণীদের পাশাপাশি ফ্যাশনপ্রিয় তরুণরাও ঈদ উপলক্ষে কিনছেন বিভিন্ন ধরনের পারফিউম, চুলের জেল, সেভিং কিট, স্ক্রাব, বডি স্প্রে, শাওয়ার জেল, ফেসপেক, ব্ল্যাক মাস্ক, হোয়াইটিনিং ক্রিম ইত্যাদি। ঈদের দিন মেকআপ করার পাশাপাশি নিজেদের হাত মেহেদীর রঙে সাজাতেও ভুলছেন না শিশু-কিশোরী ও তরুণীরা।’
খুলনা নিউমার্কেটের খুলনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিম তারিক জানান, ‘গতবারের তুলনায় এ বছর ক্রেতাদের ভীড় বেশি। ১৫ রমজানের পর থেকে পুরোদমে শুরু হয়েছে বেচাকেনা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতার চাপ রয়েছে। দিন যত যাচ্ছে, ক্রেতাদের ভিড় ততই বাড়ছে।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘ঈদকে ঘিরে খুলনার শপিংমল, মার্কেট, বিপণিবিতানগুলোতে কেনাকাটার চাপ বেড়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ বিভিন্ন স্থান নজরদারীর মধ্যে রেখেছে।’
সারাবাংলা/এমপি