Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে তারেক রহমানের সখ্য নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৬:৫৫

আশরাফুজ্জামান মিনহাজ

ঢাকা: আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো সখ্য নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘আজ ২৫ মার্চ ২০২৫, দৈনিক কালবেলা পত্রিকায় ‘দুর্র্ধষ এক প্রতারকের নাম আশরাফুজ্জামান মিনহাজ’ শিরোনামে একটি সংবাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দৃষ্টি আকর্ষিত হয়েছে। সংবাদটিতে বলা হয়েছে যে, আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সখ্য রয়েছে— এমনটি দাবি করে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন মিনহাজ। তার এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’

‘মূলত, আশরাফুজ্জামান মিনহাজ একজন প্রতারক ও ধান্দাবাজ। বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অপকর্ম করে বেড়ানোই তার মূল পেশা’— বলে রুহুল কবির রিজভী।

আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার অনুরোধ জানান তিনি।

সারাবাংলা/এজেড/এমপি

তারেক রহমান বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

পবিত্র লাইলাতুল কদর আজ
২৭ মার্চ ২০২৫ ০৩:৩০

আরো

সম্পর্কিত খবর