Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৬:১৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৬:৫১

সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন।

ঢাকা: পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭এর ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

জানা গেছে, একটি মামলায় সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেনের বিরুদ্ধে দুটি কোটি ২৯ লাখ ২৪ হাজার ৭৪৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার সাতটি ব্যাংক হিসাবে ১৩ কোটি ২২ লাখ ২৭ হাজার ৫১১ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়।

আরেকটি মামলায় তার স্ত্রী নুর জাহান আক্তার হীরা ও মো. আব্দুল বাতেনকে আসামি করা হয়েছে। অভিযোগে কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার স্বামীর সহযোগিতায় অবৈধ উপায়ে ৮৬ লাখ ৪১ হাজার ৮০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ অভিযোগ আনা হয়েছে। তার চারটি ব্যাংক হিসেবে আট কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৭০২ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়।

সারাবাংলা/এমএইচ/ইআ

সাবেক ডিআইজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর