‘জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার পাঁয়তারা হচ্ছে’
২৫ মার্চ ২০২৫ ১৭:০২ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২০:২৭
ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার পাঁয়তারা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ড. মোশাররফ হোসেন।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে বিএনপি।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘জনগণের আকাঙ্ক্ষিত ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। নানা ওজুহাত সামনে আনার চেষ্টা করেছে। জনগণ সন্দেহ পোষণ করছে, আমরা কিন্তু বুঝি। কেউ বলছে সংস্কার, কে বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন। এগুলো বলে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্ব করার পাঁয়তারা করা হচ্ছে।’’
‘‘দেশ নির্বাচনমুখী হলে যত ষড়যন্ত্র আসুক না কেন, জনগণ তা মোকাবেলা করবে। সে জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে হবে’’-বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘‘গত ৫৩ বছরেও মুক্তিযুদ্ধের উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারিনি। দেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছি। বারবার গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ।’’
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অস্বীকার করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ। অথচ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা করেছিলেন।’’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘আমরা মনে করেছিলাম- স্বৈরাচার পতনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র, মানবাধিকার ফিরে পাব। কিন্তু, এখনও গণতন্ত্র ও মানবাধিকারকে প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে। বিএনপিকে আটকে দেওয়া চেষ্টা করা হচ্ছে। বিরাজনীতিকরণের চেষ্টা চলছে একটি প্রকল্পের মাধ্যমে। স্বৈরাচার শেখ হাসিনা একই চেষ্টা করেছিল। তাকে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে।’’
সারাবাংলা/এজেড/ইআ