ঈদের আগেই বেতন-বোনাস পেয়েছেন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা
২৫ মার্চ ২০২৫ ১৭:৪২ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২০:২৭
ঢাকা: বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর চেক ইস্যু করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন থেকে তারা সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।
মাদরাসা শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (অর্থ) মো. শরিফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীরা ২০২৫ সালের ২৫ মার্চের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
উল্লেখ্য, এমপিও হলো মাসিক পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতনের একটি অংশ ওই প্রতিষ্ঠানের বদলে সরকার পরিশোধ করে। প্রচলিত বিধি অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয়।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ
এমপিওর চেক ইস্যু মাদরাসা শিক্ষা অধিদফতর মাদরাসার শিক্ষক-কর্মচারী