Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২৬ মার্চ আমাদের চিরন্তন অনুপ্রেরণার উৎস’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৭:৫৭

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২৬ মার্চ আমাদের আমাদের চিরন্তন অনুপ্রেরণার উৎস। অন্যায়-অবিচার ও জুলুমের বিরুদ্ধে আমাদের অনন্ত বিদ্রোহের বাতিঘর ২৬ মার্চ। বিট্রিশ উপনিবেশন, পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে যেমন আমরা বারংবার রুখে দাড়িয়েছি, তেমনি ২৬ মার্চের স্বাধীনতার দিবসের চেতনায় আমরা ২০২৪ সালেও স্বৈরতন্ত্রকে দেশছাড়া করতে বাধ্য করেছি।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘‘২৬ মার্চ আমাদের সম্মিলিত প্রতিরোধে সূচনার দিন। কিন্তু পতিত স্বৈরাচার এই দিনসহ সমগ্র স্বাধীনতা সংগ্রামকে দলীয়করণ করে ফেলেছিল। এই দিনগুলোতে কেবল একজনের ভাষণই শোনা যেত। আমাদের লক্ষ মানুষের আত্মত্যাগকে ম্লান করে একজনের বন্দনা করা হত। আমরা সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি। এবারে স্বাধীনতা দিবস তাই নতুন ও স্বকীয় মহিমায় উদ্ভাসিত।

তিনি বলেন, ‘‘মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আজও চলমান। গত জুলাইয়ে রক্তক্ষয়ী এক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। এখন সংস্কার করে দেশকে স্বাধীনতার কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার সময়।’’

সারাবাংলা/এজেড/এনজে

ইসলামী আন্দোলন স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর