গণঅভ্যুত্থানে আহতদের ঈদ উপহার দিল অ্যাবের সাবেক নেতারা
২৫ মার্চ ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২০:২৬
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ঈদ উপহার দিয়েছে বিএনপিপন্থি প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর সদস্য সাবেক নেতারা।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দেন তারা।
পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই-আগস্ট গণআন্দোলনে গুরুতর আহত অন্তত ১২২ জনকে এই ‘ঈদ উপহার’ দেওয়া হয়। উপহার গ্রহণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধন্যবাদ জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, এ্যাবের সদ্য সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার কেএম আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার তানবিরুল হাসান তমাল, ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়সহ আরও অনেকে।
সারাবাংলা/এজেড/এমপি
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) জুলাই গণঅভ্যুত্থান