সংক্ষিপ্ত নাম ‘এনসিপি’ নিয়ে আপত্তি জাতীয় নাগরিক পার্টির
২৫ মার্চ ২০২৫ ১৯:০৭ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২০:২৬
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম ‘এনসিপি’ নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
মঙ্গলবার (২৫ মার্চ) এ সংক্রান্ত আবেদন করেন বাংলাদেশ সিটিজেন পার্টি’র (বিসিপি) মহাসচিব শাহরিয়ার খান আবির।
নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদনে বিসিপি মহাসচিব জানান, গত ২৮ ফেব্রুয়ারি ‘জাতীয় নাগরিক পার্টি’ নামক একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। দলের সংক্ষিপ্ত নাম হওয়া উচিত ‘জেএনপি’; কিন্তু দেওয়া হয়েছে ‘এনসিপি’ যেটি সঠিক নয়। কারণ নাম (Noun) যে ভাষায় লেখা হোক না কেন এর কোনো পরিবর্তন হয় না। সম্প্রতি পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ‘জাতীয় নাগরিক পার্টি’র সংক্ষিপ্ত নাম নিয়ে বহু আলোচনা চলছে।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, আমরা এ ধরণের আবেদন এর আগে পাইনি। আইনগতভাবে এ আবেদন পরীক্ষা নিরীক্ষা দেখা হবে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সারাবাংলা/এনএল/আরএস