Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানী দুই মোবাইল কোর্ট অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৯:২৭ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২০:২৬

ঢাকা: পরিবেশ দূষণ রোধে সারা দেশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে পরিবেশ অধিদফতর।

এ ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা মহানগরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে ২টি মোবাইল কোর্ট অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকার বাইরে যশোরে শব্দ দূষণ বিরোধী অভিযানে ৪টি যানবাহনের বিরুদ্ধে মামলায় ৭ হাজার টাকা জরিমানা এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এছাড়া লালবাগ, পটুয়াখালী ও সুনামগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি মামলার মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩২ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদফতর চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭৩৯টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসব অভিযানে ১ হাজার ৫৯১টি মামলার মাধ্যমে ২৩ কোটি ১২ লাখ ২৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে ৪২৪টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। ২০৪টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং ১১৮টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া ৫টি প্রতিষ্ঠান থেকে ৬ ট্রাক ব্যাটারি রিসাইক্লিং যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়।

গত বছরের ০৩ নভেম্বর থেকে এ পর্যন্ত সমগ্র বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও বাজারজাত বন্ধে ৩৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৬৭৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৫৪ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। প্রায় ১ লাখ ৬৪ হাজার ৮৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ১২টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া, রংপুর, নীলফামারী, বরগুনা, মেহেরপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৮টি মোবাইল কোর্ট অভিযানে ২৩টি মামলার মাধ্যমে ৮৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ৯টি ইটভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়।

সুনামগঞ্জে পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৪টি এক্সকাভেটর ও ২০টি শ্যালো মেশিন জব্দ করা হয়।

পরিবেশ দূষণবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারাবাংলা/এফএন/আরএস

পরিবেশ দূষণ রোধে সারা দেশে মোবাইল কোর্ট