Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে ধর্ষণের অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৯:২৮ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৯:৩৯

প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে চিকিৎসকের চেম্বারে এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে উঠেছে পল্লী চিকিৎসক মঞ্জুরুল ইসলাম মজনুর (৫১) বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (২৪ মার্চ) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সখীপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। এর আগে রোববার রাতে ধর্ষণের ঘটনা ঘটে।

পল্লী চিকিৎসক মঞ্জুরুল ইসলাম মজনুর উপজেলার মহানন্দপুর গ্রামের আজহার আলীর ছেলে। তিনি বাজারের মাহমুদা ফার্মেসীর স্বত্বাধিকারী।

গৃহবধূ জানায়, রোববার ইফতারের পর ওই গৃহবধূ (৪২) শারীরিকভাবে অসুস্থ হলে চিকিৎসক মজনু মিয়ার চেম্বারে আসেন। চিকিৎসক তারাবির নামাজের পর তাকে চিকিৎসা দিবেন বলে চেম্বারে বসতে বলেন। তারাবির নামাজ দ্রুত শেষ করে তিনি দোকানে এসে সার্টার নামিয়ে স্যালাইন পুশ করার নামে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।

দুই সন্তানের জননী ওই গৃহবধূ আরও বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক আমাকে নানাভাবে ভয়ভীতি দেখান। আমি শারীরিকভাবে অসুস্থ হলে পরিবারের কাছে বিষয়টি জানাই। এ ঘটনায় আমি দৃষ্টান্তমূলক বিচার চাই।

অভিযুক্ত পল্লী চিকিৎসকের পরিবার জানায়, তাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসআর

টাঙ্গাইল ধর্ষণ ধর্ষণের অভিযোগ মামলা রোগীকে ধর্ষণ সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর