Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৯:৪০

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে একটি টিনসেড বাসায় টেবিল ফ্যান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসাইন (৮) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের ভিতরে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

হোসাইন শরীয়তপুরের সখিপুর উপজেলার কাছিকাটা বাজার গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের ভেতরে নিজেদের টিনসেড বাসায় থাকে পরিবারটি।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আরিফুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, টিনসেড বাসাটিতে কাঠ বাঁশের পাটাতনে আরেকটি থাকার জায়গা রয়েছে। সেখানে দুপুরে শুয়ে ছিল শিশুটি। কিছুক্ষণ পর সেখানে তাকে নিস্তেজ অবস্থায় উপুর হয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে স্বজনদের চিৎকারে আশপাশের সবাই ওই বাসায় যায়। এরপর শিশুটিকে দ্রুত স্থানীয় সমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কাঠের পাটাতনে একটি টেবিল ফ্যান চলছিল। তবে সেটির সুইচে ত্রুটি রয়েছে। শিশুটি শুয়ে শুয়ে সেই ফ্যান নিয়ে খেলছিল। তখন সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু হোসাইন।

পরিবার জানায়, তেজগাঁও রেলস্টেশন এলাকার একটি মাদরাসায় নুরানি বিভাগে পড়ত শিশুটি। তার বাবা ভাঙারি ব্যবসায়ী আর মা গৃহিণী। ৭ দিন আগে মাদরাসা বন্ধ হয়ে যাওয়ায় বাসায় ছিল হোসাইন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের দিকে তেজগাঁও এলাকা থেকে ওই শিশুটিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল সে। মরদহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমপি

বিদ্যুতায়িত হয়ে মৃত্যু মাদরাসাছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর