৫৮ লাখ টাকা আত্মসাৎ: চবি’র নিম্নমান সহকারী বরখাস্ত
২৫ মার্চ ২০২৫ ২০:০৫ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২২:০৭
চট্টগ্রাম ব্যুরো: তৃতীয় ও চুতর্থ শ্রেণির কর্মচারী পদে চাকরি দেয়ার নামে ৫৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের নিম্নমান সহকারী এমরান হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৫) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে চাকরি দেয়ার নামে ১৫ জনের কাছ থেকে ৫৮ লাখ টাকা নেয়ার অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃংখলা) সংবিধির ১৫ (বি) ধারা অনুসারে এমরান হোসেনকে ২৫ মার্চ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘২০২১ সালের দিকে যে প্রশাসন ছিল, তখন এমরান হোসেন চাকরি দেয়ার নামে মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করেছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
সারাবাংলা/এমআর/আরএস