Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব নজরুল ইসলাম, ওএসডি হলেন হামিদুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৯:৫৮ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২২:০৭

ওএসডি হয়েছেন হামিদুর রহমান ও নতুন নিয়োগ পেলেন মো. নজরুল ইসলাম।

ঢাকা: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পল্লী ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। এদিকে আগের সচিব হামিদুর রহমান খানকে ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুইটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপন একটিতে বলা হয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হলো। আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আগের সচিব হামিদুর রহমান খানকে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/জেআর/এমপি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পল্লী ও সমবায় বিভাগ সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর