Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ লাখ টাকার জন্য গৃহবধূকে নির্মম নির্যাতন, আদালতে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ২০:১১

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বাবার বাড়ি থেকে ৫০ লাখ টাকা এনে দেয়ার দাবিতে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন এক গৃহবধূ। এতে তার স্বামী এবং চিকিৎসক দম্পতি শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে সংশ্লিষ্ট থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরার আদালতে মামলাটি করা হয়েছে।

বিজ্ঞাপন

আসামিরা হলেন— গৃহবধূর স্বামী ফাহিম আহমদ (২৪), শাশুড়ি ডা. শামীমা আক্তার (৫০) এবং শ্বশুর ডা. আশফাক আহমদ (৬৫)। তাদের বাসা নগরীর পাঁচলাইশ হাউজিং সোসাইটিতে।

মামলার বাদীর আইনজীবী মো. খুরশিদ-উল-আলম সিকদার জানিয়েছেন, ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত। পাঁচলাইশ থানাকে তদন্ত করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আরজির তথ্য অনুযায়ী, বাদী চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ফাহিম আহমেদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় চাকরিজীবী বলা হলেও বিয়ের পর বাদী জানতে পারেন, ফাহিম বেকার।

বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই ১০ ভরি স্বর্ণালঙ্কার ও সেগুন কাঠের ফার্নিচার দাবি করতে থাকেন ফাহিম। রাজি না হওয়ায় বাদীকে ক্রমাগত মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। এরপর গত ১৭ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী ফাহিম। এতে অপারগতা প্রকাশ করলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী তাকে অমানুষিকভাবে মারধর করেন, যাতে যোগ দেন তার মা-বাবাও।

বিজ্ঞাপন

মামলার আবেদনে আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ও ৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/আরডি/এসআর

গৃহবধূকে নির্যাতন চট্টগ্রাম মামলা সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর