জুলাই অভ্যুত্থানে ৬ শহিদ পরিবার পেল ৬০ লাখ টাকার সঞ্চয়পত্র
২৫ মার্চ ২০২৫ ২০:৪১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে নিহত ছয় শহিদ পরিবারের হাতে ৬০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব সঞ্চয়পত্র দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যেগে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের সকল শহিদ পরিবারদের সঙ্গে এ ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে শহিদ পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
এরপর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দ ৬০ লাখ টাকার সঞ্চয়পত্র ছয় শহিদ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ ও এ কে এম গোলাম মোর্শেদ খান।
সারাবাংলা/আইসি/এসআর