Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর পল্লবীতে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ২০:৫১

ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবী থেকে ফারহা রহমান (৩৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে পল্লবী থানার এসআই ঈশানুর সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে দুপুর ২টার দিকে মিরপুর ১২ নম্বরের ডি-ব্লকের একটি বাসা মরদেহ উদ্ধার করা হয়।

এসআই ঈশানুর বলেন, বাড়িটির কেয়ারটেকার রুমের সামনে দিয়ে দুর্গন্ধ পেয়ে ফারহার স্বজনদের খবর দেন। পরে তারা থানায় জানালে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় রুমের ভেতর থেকে দরজা লাগানো ছিল। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তিনি মারা গিয়েছেন। তার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মারা যাওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। এ ঘটনায় ফারহার স্বজনরা একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/এমএইচ/এসআর

বিজ্ঞাপন

মিডিয়া এখনো নিয়ন্ত্রিত: নাহিদ ইসলাম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১০

আরো

সম্পর্কিত খবর