Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে আবাসিক ভবনে আগুন, নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ২১:২৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্লবীতে একটি আবাসিক ভবনের রান্না ঘরে লাগা আগুনে মাসুদ বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পল্লবী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ওই নারী।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, রাজধানীর পল্লবীতে ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের ৮তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সন্ধ্যা ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

তিনি জানান, খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৩২ মিনিটে। পরে ফায়ার সদস্যদের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন ও ধোঁয়ায় মারা যান ৭০ বছর বয়সী এক নারী। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

 

সারাবাংলা/এমএইচ/এসআর

আবাসিক ভবনে আগুন নারীর মৃত্যু পল্লবী সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর