Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা এখনো প্রতিহিংসা ও প্রতিশোধে ভুগছেন: রিজভী

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ২১:৩৭ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২২:০৬

রংপুর: পালিয়ে যাবার পরেও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মেটেনি- বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় রংপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা এখনো প্রতিহিংসা ও প্রতিশোধে ভুগছেন। তার মধ্যে এখনো সেই ধরনের প্রতিশোধ পরায়ণ মনোভাবটাই থেকে গিয়েছে। এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার যেসব বক্তব্য প্রচারিত হয়েছে প্রমাণিত হয়। শেখ হাসিনার ভাইরাল হওয়া সব বক্তব্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দিয়ে বানানো নয়, সেটা শুনলেই বোঝা যায়। ভারতে বসে নেতাকর্মীদের উদ্দেশ্যে যেভাবে ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বলে, এ ধরনের কথা কোনো দলীয় প্রধান বলতে পারে!

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ৫ লাখ মানুষ মারা যাবে— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, র‍্যাব, পুলিশ, বিজিবি কতো কতো মানুষের জীবন কেড়ে নিল। কিন্তু ৫ আগস্টের পর কই কতো মানুষ মারা গেছে বলে প্রশ্ন তুলেন রিজভী। মানুষকে বিভ্রান্তি করাই আওয়ামী লীগের মূল কাজ বলে উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, আওয়ামী লীগের ক্ষমতা খুবই প্রয়োজন ছিল। এজন্য ক্ষমতাকে ধরে রাখতে নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে। গণতন্ত্রের প্রত্যেকটি রাস্তা বন্ধ করে দিয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। নির্বাচন, ভোট এসব কিছু পদদলিত করেছে। সবকিছুর নষ্ট করে ক্ষমতা দখল করে রেখেছিলো। ২০১৪ সালে দেখেছি ভোট কেন্দ্রে গরু, ছাগল দেখেছি, ২০১৮ সালে নৈশভোট দেখেছি। আইয়ুব খান ও এরশাদের মতো স্বৈরাচার গেছে, কিন্তু মিডনাইট নির্বাচনের শুনিনি। সেটা শেখ হাসিনা দেখিয়েছেন। পরবর্তীতে ডামি নির্বাচন দেখলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যতটুকু অবকাঠামো রয়েছে এসব যদি জবাবদিহিতার মধ্যে আনা যেতো, তাহলে কোনো রোগী ভারতে যেতো না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবালের মত একজন মানুষ সাভারের একটি হসপিটালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেলেন। তার মানে বাংলাদেশও ভালো চিকিৎসা হয়, কিন্তু আমাদের মাইন্ডসেট তৈরি করা হয়েছে যে, ভারতে না গেলে ভালো চিকিৎসা পাওয়া যায় না। বাংলাদেশের শিক্ষার্থীরা যে ধরনের বই পড়ে, অন্যান্য দেশের মেডিকেল শিক্ষার্থীরা সেই বই পড়েও চিকিৎসক হচ্ছেন।

দেশের চিকিৎসকের আরও আন্তরিক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দেশের চিকিৎসকদের মধ্যে প্রফেশনালিজম ও দক্ষতা আছে এরসাথে আন্তরিকতা যোগ হলে অন্যান্য দেশ থেকেও এদেশে চিকিৎসা নিতে আসবে মানুষজন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের বাবাকে সহয়তা সামগ্রী তুলে নেন রুহুল কবির রিজভী। এছাড়া আবু সাঈদের বাবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ড্যাব নেতাদের আহবান জানান।

ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মাহামুদুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা ড্যাব আহ্বায়ক ডা. মো. খালেকুজ্জামান বাদল, সদস্য সচিব অধ্যাপক ডা. মোঃ দেলওয়ার হোসেন সরকার প্রমুখ।

সারাবাংলা/আরএস

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী