Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় এনসিপির কর্মসূচিতে হামলায় জড়িতদের গ্রেফতারে আল্টিমেটাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ২২:২১

সংবাদ সম্মেলন

নোয়াখালী: জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ওছখালির একটি গেস্ট হাউসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ। তবে হামলায় আহত হওয়ায় সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি হান্নান মাসউদ।

বিজ্ঞাপন

হাফিজ বলেন, ‘আবদুল হান্নান মাসউদ হাসিনা সরকার পতনের এক দফার ঘোষক। তিনি ৫ আগস্টের আগে একাধিক বার রাজপথে হামলার শিকার হয়েছেন। আজ তাকে তার নিজ জন্মভূমি হাতিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলার শিকার হতে হয়েছে, আর এ হামলা বিএনপির নেতাকর্মীরাই করেছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।’

লিখিত বক্তব্যে হাফিজুর রহমান আরও বলেন, ‘আবদুল হান্নান মাসউদের জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে তার ওপর হামলা করা হয়। হামলার ঘটনায় সরাসরি বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিলো, তার সিসিটিভি ফুটেজ প্রশাসনকে দেওয়া হয়েছে। তারা জিয়ার সৈনিক শ্লোগান দিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আবদুল হান্নান মাসউদসহ আমাদের দলের ৫৪ জন নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাইরে পাঠানো হয়েছে।’

হাফিজ অভিযোগ করে বলেন, ‘হামলার ১২ঘণ্টা পেরিয়ে গেলেও বিএনপির পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ কিংবা নিন্দা প্রকাশ করা হয়নি। এতে আমরা মনে করছি এ ঘটনাটি বিএনপি পরিকল্পিতভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেছি বেশ কয়েকজন বিএনপি নেতা কর্মী এ হামলার সঙ্গে জড়িত ছিলেন। আমরা তাদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করবো।’

বিজ্ঞাপন

হাফিজ বলেন, ‘বিএনপির হাইকমান্ড হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার করে ৩ মাস পর আবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্যপদ ফিরিয়ে দেয়। সুতরাং আমরা এসব আইওয়াশ সাংগঠনিক বিচার দেখতে চাই না। এ হামলার সঙ্গে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান রাকিব, জাহাজমারা ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক প্রার্থী মোহাম্মদ নকিব উদ্দিন, পল্টন থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিমেল ও হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল নিশান নেতৃত্ব দেন।‘

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য মোহাম্মদ ইউসুফ, তৌহিদুর রহমান, মো. ইসমাইল ও হাসিদুর রহমান।

প্রসঙ্গত, গতকাল সোমবার রাতে জাহাজমারা বাজারে আব্দুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটে। পরে নিজের নেতাকর্মীদের নিয়ে হামলাকারীদের বিচারের দাবিতে রাত ৩টা পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ করেন।

সারবাংলা/এসআর

আবদুল হান্নান মাসউদ আল্টিমেটাম এনসিপি জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী সারাবাংলা হাতিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর