Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে জঙ্গি সন্দেহে অভিযান চালাচ্ছে পুলিশ 


২৪ জুন ২০১৮ ১৪:১১ | আপডেট: ২৪ জুন ২০১৮ ১৪:১৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় একটি বাড়িতে জঙ্গি আছে সন্দেহে অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার (২৪ জুন) সকাল থেকে ওই বাড়িতে অভিযান চলছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার আব্দুল মান্নান।

তিনি বলেন, ‘মাওনার ওই বাড়িটিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন পুরাতন জেএমবির সদস্য রয়েছে জানতে পেরে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা, বগুড়া পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের যৌথ অভিযান চালানো হচ্ছে।’

সবশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে বলে জানান তিনি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: কক্সবাজার থেকে ইয়াবা ঢাকায় পৌঁছে দিচ্ছে ‘পাঠাও’: র‌্যাব

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর