Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৫ ১২:১৫

আর্জেন্টিনার কাছে চার গোল হজম করেছে ব্রাজিল

দুই দলের লড়াই মানেই যেন বিশেষ কিছু। সেটা যদি বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ হয়, তাহলে তো কথাই নেই। আর্জেন্টিনার বিপক্ষে আজকের ‘সুপার ক্লাসিকো’ অবশ্য ভুলে যেতে চাইবে ব্রাজিল। বুয়েন্স আয়ার্সে দুর্দান্ত আর্জেন্টিনা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলকে। শোচনীয় পরাজয়ের পর সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন ব্রাজিল অধিনায়ক মারকুইনহোস।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তাদের বেশ কঠোর ‘হুঁশিয়ারি’ দিয়ে রেখেছিলেন রাফিনহাসহ ব্রাজিলের বেশ কয়েকজন ফুটবলার। তবে মাঠে তার লেশমাত্র প্রভাব দেখা যায়নি। আর্জেন্টিনার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সেলেসাওরা। এক হালি গোল হজম করে বড় হার নিয়েই দেশে ফিরছেন তারা। নিজেরা একটি গোল শোধ করলেও সেটা এসেছে আর্জেন্টিনার রক্ষণভাগের ভুল থেকে।

বিজ্ঞাপন

বিশাল ব্যবধানের হারের পর মারকুইনহোস বলছেন, এমন বাজে ম্যাচ খুব কমই খেলেছেন তিনি, ‘এখনো এই খেলার রেশ রয়ে গেছে। এখন কথা বলাই কঠিন। এটা বিব্রতকর। আমরা যা করেছি, সেটার পুনরাবৃত্তি করা যাবে না। আমরা ম্যাচটা বাজেভাবে শুরু করেছি। আর্জেন্টিনা স্মার্ট ফুটবল খেলেছে। সমর্থকদের জন্য খারাপ লাগছে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

আর্জেন্টিনার বিপক্ষে হারের পর ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেকেই ধারণা করছেন, বিশ্বকাপের আগেই বরখাস্ত করা হতে পারে তাকে। মারকুইনহোস অবশ্য কোচের ওপর দোষ চাপাতে নারাজ, ‘এটা শুধু কোচের ভুল নয়। ফুটবলারদেরও দায় আছে। আমাদের সবাইকে আরও ভালো করতে হবে। দায় আমাদের সবার ভাগাভাগি করতে হবে। মাটিতে পা রেখেই আমরা সামনের দিকে তাকাচ্ছি।’

বিজ্ঞাপন

১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেছে ব্রাজিল। এবার ৪৮ দলের বিশ্বকাপে এই অঞ্চল থেকে ৬ দল সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্বে।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল মারকুইনহোস