দিনাজপুর: বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন কর্তব্যরত বিজিবি ও বিএসএফ সদস্যরা।
বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার-সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই দেশের বাহিনীর মধ্যে এ ধরনের শুভেচ্ছা বিনিময় হয়।
বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অসীম মারাক ও ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের এসি রহিত শর্মার হাতে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ফুলেল শুভেচছা জানায় বিএসএফ।
বিজিবি হিলি আইসিপি চেকপোস্ট গেইটের কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক, নায়েব সুবেদার আবুল কালাম, বিএসএফের হিলি সিপি গেইটের ইন্সপেক্টর অতুল রায়সহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

দিনাজপুরের হিলি সীমান্তে কর্তব্যরত বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে মিষ্টি বিনিময়
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কোম্পানি কমান্ডার অসীম মারাক বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে, সেই লক্ষ্যে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। দীর্ঘদিন ধরেই আমাদের হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ চলে আসছে।