Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ২৯ হাজার যানবাহন পারাপার, টোল আদায় আড়াই কোটি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১২:৪২

যমুনা সেতু

টাঙ্গাইল: ঈদ যতই ঘনিয়ে আসছে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ততোই গাড়ির চাপ বেড়েছে। তবে কোথাও যানজট নেই। সড়কটিতে ব্যক্তিগত যানবাহন প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাস বেশি চলাচল করছে। চারটি সেক্টরে ভাগ হয়ে সাড়ে ৭শ পুলিশ টাঙ্গাইল অংশে দায়িত্ব পালন করছেন।

যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২ টা থেকে মঙ্গলবার রাত ১২ পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে সেতু পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৩ হাজার ৮৭৯ টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা। অপরদিকে সেতু পূর্ব টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৫ হাজার ৩৫৪ টি। টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

এর আগে রোববার রাত ১২ টা থেকে সোমবার রাত ১২ টা পর্য়ন্ত ২৪ হাজার ৯৭ টি যানবাহন সেতু পার হয়। টোল আদায় হয় ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা। গত ২৪ ঘণ্টায় যান চলাচল বেড়েছে ৫ হাজার ১৩৬ টি। টোল আদায় বেশি হয়েছে ৩০ লাখ ২৫ হাজার টাকার।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে যানবাহন চলাচলের সংখ্যা ততই বাড়ছে৷ গত ২৪ ঘণ্টায় ৫ হাজার বেশি যানবাহন পারাপার হয়েছে।

সারবাংলা/এসআর

টাঙ্গাইল যমুনা সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর